২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সম্পদের বেশির ভাগ দান করতে চান জেফ বেজোস

-

অ্যামাজন প্রতিষ্ঠাতা ও শীর্ষ ধনী জেফ বেজোস বর্তমান বিশ্বের শীর্ষ ধনীদের তালিকার চতুর্থ স্থানে আছেন। বর্তমানে বেজোসের সম্পদের মূল্য ১২ হাজার ৪০০ কোটি ডলার বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি। সম্প্রতি বেজোস নিজের সম্পদের বেশির ভাগ দান করে দেয়ার পরিকল্পনা করছেন। এর বড় একটা অংশ জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং জনহিতকর কাজে ব্যয়ের জন্য দান করবেন তিনি। জনহিতকর কাজে নিজের সম্পদ বিলিয়ে দেয়ার প্রতিশ্র“তি দিচ্ছেন, এমন শীর্ষ ধনীদের তালিকায় সর্বশেষ হিসাবে নাম লিখালেন বেজোস। এর আগে কার্যত নিজের সম্পদের পুরোটাই ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের’ মাধ্যমে দান করে দেয়ার কথা বলে খবরের শিরোনামে এসেছিলেন আরেক প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস।
‘দ্য গিভিং প্লেজ’ প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতাদের একজন বিল গেটস। এ প্রকল্পের মাধ্যমে জনহিতকর কাজে নিজের সম্পদের বেশির ভাগ দান করার প্রতিশ্র“তি দিতে পারেন বিশ্বের শীর্ষ ধনকুবেরা। এখনও ‘দ্য গিভিং প্লেজ’-এর ধনকুবেরদের তালিকায় নাম লিখাননি বেজোস।
এর আগেও জনহিতকর কাজে বড় অঙ্কের অর্থ দান করেছেন বেজোস। তবে, নিজের সম্পদের বেশির ভাগ দান করে দেয়ার কথা কখনোই বলেননি বা তেমন কোনো ইঙ্গিতও দেননি। ২০২০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য ১ হাজার কোটি ডলার খরচের প্রতিশ্র“তি দিয়ে ‘বেজোস আর্থ ফান্ড’ প্রতিষ্ঠা করেছেন তিনি।

 


আরো সংবাদ



premium cement