১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

ইউটিউবে নতুন ফিচার

-

টেলিভিশনে লাইভ টকশো’র সময় ফোনকলের মাধ্যমে দর্শকদের প্রশ্ন নেওয়ার মতো ফিচার চালু করেছে ইউটিউব। এবার লাইভস্ট্রিমিংয়ে কনটেন্ট নির্মাতার সঙ্গে দর্শকদের যোগাযোগ সহজ করতে এমনই ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি। লাইভ কিউ অ্যান্ড এ নামে এই ফচারটি চালু করা হয়েছে। ফলে কনটেন্ট নির্মাতা যখন লাইভস্ট্রিমিংয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করবে তখন দর্শকরা বা অংশগ্রহণকারীরা প্রশ্ন করতে পারবে। লাইভের বিষয়টি পিনড মেসেজের মাধ্যমে জানানো হবে। দর্শকরা যেসব প্রশ্ন করবে সেগুলো থেকে নির্মাতা যেকোনো একটি বাছাই করে পিন করে রাখতে পারবে।
আগেও লাইভস্ট্রিমিংয়ে প্রশ্ন করা যেত। কিন্তু তখন সেগুলো অগোছালো থাকত এবং সহজে নির্ধারণ করা যেত না। নতুন ফিচারের কারণে প্রশ্নগুলো গোছানো অবস্থায় থাকবে। ফলে কনটেন্ট নির্মাতা সহজেই সেগুলো পরিচালনা করতে পারবে। প্রশ্নোত্তর পর্ব শেষে পুনরায় লাইভ চ্যাটিংয়ে যুক্ত হওয়া যাবে।


আরো সংবাদ



premium cement