২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইলন মাস্কের টুইটারে বিনামূল্যের জমানা শেষ!

ইলন মাস্কের টুইটারে বিনামূল্যের জমানা শেষ! -


ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরে প্রতিষ্ঠানটিকে ইন্টারনেট দুনিয়ায় আকর্ষণীয় ও পছন্দসই স্থান হিসেবে দাঁড় করানোর পরিবর্তে তিনি বর্তমানে টুইটার ব্যবহারকারীদের কাছ থেকেই অর্থ আদায়ের দিকে ছুটতে শুরু করেছেন। যারা অর্থ দিয়ে টুইটার ব্যবহার করবে না, তাদের জন্য টুইটার প্ল্যাটফর্মটিকে আরো বাজে স্থান হিসেবে দাঁড় করানোর হুমকি দিয়েছেন মাস্ক। টুইটার এখন দ্রুত পুরোপুরি ব্যবহার অযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হতে পারে এমন আশঙ্কাও দেখা দিয়েছে। এর পেছনে কারণ হয়ে দাঁড়াতে পারে ইলন মাস্কের নেয়া কিছু সিদ্ধান্ত। তিনি এখন টুইটারের প্রধান নির্বাহী। তার এ অবস্থান থেকে টুইটার থেকে ব্যাপক অর্থ আয় করার কথা ভাবতে হচ্ছে তাকে। এটিই টুইটারকে ব্যবহার অযোগ্য করে তুলতে পারে। টুইটার আগে থেকেই অর্থ আয়ের বড় কোনো প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত নয়। এখন এ পরিস্থিতি বদলাতে গেলে মাস্ককে নতুন দিকে ছুটতে হবে। প্ল্যাটফর্মে এমন কিছু পরিবর্তন আনতে হবে যাতে টুইটারকে ভিন্ন একটি চেহারায় দেখা যেতে পারে। টুইটার আর তার আগের বৈশিষ্ট্য ধরে রাখতে পারবে না। এতে টুইটার আরো ভালো জায়গা হয়ে উঠবে এমন নিশ্চয়তা কম।
ইলন মাস্ক টুইটার নিয়ে যেসব পদক্ষেপ নিচ্ছেন, তা হয়তো অনেক ব্যবহারকারীর টুইটারের অভিজ্ঞতাকে আরো নাড়িয়ে দেবে। ইতোমধ্যে টুইটারের সম্পাদনার ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। অর্থাৎ, টুইট সম্পাদনার বিষয়টিকে তিনি বিশেষ ফিচার হিসেবে দেখছেন। তার এ পদক্ষেপ অবশ্যই ব্যবসায়িক দিক বিবেচনায় নিয়ে নেয়া হয়েছে। এর সাথে আদর্শিক দিকের কোনো সম্পর্ক নেই। এমনিতেই টুইটার পরিচালনার দিক থেকে কর্তৃপক্ষ আগে থেকেই লোকসানে রয়েছে। ইলন মাস্কের নতুন পদক্ষেপে টুইটারের লোকসান আরো বাড়তে পারে। টুইটারে ব্যবহারকারীদের ভেরিফায়েড থাকতে মাসে ২০ মার্কিন ডলার করে দিতে হবে। যারা অর্থ দেবেন না তাদের ‘নিল টিক’ বা ব্লু ব্যাজ সরিয়ে নেয়া হবে। ইলন মাস্ক বলেছেন, টুইটারে বিনামূল্যের জমানা শেষ।

 


আরো সংবাদ



premium cement