২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ইউটিউবে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ বাড়ছে

-

ইউটিউবের সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটি। নির্মাতাদের ভিডিও তৈরির মাধ্যমে অর্থোপার্জনের সুযোগ দিয়ে ইউটিউব ১৫ বছরে অনলাইনে ভিডিও দেখার সবচেয়ে জনপ্রিয় সাইট হয়ে উঠলেও টিকটকের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ছে ইউটিউব। এ জন্য সাম্প্রতিক সময়ে টিকটকের মতো বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে চ্যালেঞ্জের মুখে কনটেন্ট নির্মাতাদের সামনে আয়ের সুযোগ বাড়াচ্ছে গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
ইউটিউবের পুরোনো নিয়মে ব্যবহারকারীরা কমপক্ষে চার হাজার ঘণ্টা তাদের ভিডিও দেখলে ও কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার থাকলেই কেবল নির্মাতারা অর্থ উপার্জনের সুযোগ পেতেন। বর্তমানে শর্টস ভিডিওতে বিজ্ঞাপন সংযুক্ত করছে ইউটিউব। বিজ্ঞাপনী আয়ের ৪৫ শতাংশ নির্মাতাদের দেয়ার পরিকল্পনা করেছে তারা। সাধারণ ভিডিওতে দেখানো বিজ্ঞাপনী আয় থেকে নির্মাতারা ৫৫ শতাংশ অর্থ পাচ্ছিলেন।
নতুন সুযোগ সৃষ্টিতে নির্মাতারা শর্টস ভিডিওতে ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন। ইউটিউব ভিডিও নির্মাতাদের টিকটকের মতো ছোট ও দীর্ঘ ভিডিওতে জনপ্রিয় গানগুলো ব্যবহার করতে দেবে। ফলে ইউটিউব নির্মাতারা ভিডিও থেকে আরো আয়ের সুযোগ পাবেন।


আরো সংবাদ



premium cement