২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পিক্সেল ফোন উৎপাদন হবে ভারতে

পিক্সেল ফোন উৎপাদন হবে ভারতে -

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চাপা উত্তেজনা এবং চীনের নাজুক কোভিড পরিস্থিতির ফলে অ্যাপলের পর গুগলও তাদের পিক্সেল ফোন ভারতে উৎপাদন করার কথা ভাবছে। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। আগামী ৬ অক্টোবর আমেরিকায় নতুন মডেলের পিক্সেল ফোন এবং তাদের প্রথম স্মার্টওয়াচ বাজারে আনতে পারে।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই চলতি বছরের শুরুতে ভারতে ফোন উৎপাদনের একটি পরিকল্পনার কথা জানালেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ভারতে গুগলের পিক্সেল ফোন উৎপাদন শুরু হলেও চীন থেকেই কাঁচামাল আমদানি করতে হবে। যদিও অ্যালফাবেট ইনকরপোরেশন ভিয়েতনামকেও উৎপাদনের আরেকটি কেন্দ্র হিসেবে বিবেচনায় রেখেছে।
বেশ কয়েক মাস ধরে চীনে ফের মাথাচাড়া দিয়েছে কোভিড সংক্রমণ। এ আবহে বেইজিংয়ের তরফে বিশ্বের অন্যতম প্রযুক্তিপণ্য উৎপাদন কেন্দ্র সাংহাইসহ অন্যান্য শহরেও কঠোরভাবে জিরো কোভিড নীতি কার্যকর করায় প্রযুক্তিপণ্যের বৈশ্বিক সরবরাহ থমকে যায়। অতিসম্প্রতি এশীয় দেশটির সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে কিছু উন্নত প্রযুক্তিপণ্যের আমদানি নিষিদ্ধ করে।
স্মার্টফোন খাতে গুগলের মূল প্রতিদ্বন্দ্বী অ্যাপল।
ভারতে এরই মধ্যে প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক উৎপাদনকারী সংস্থা ফক্সকন ও উইস্ট্রনের মাধ্যমে আইফোন ১৩ পর্যন্ত অন্তত চারটি মডেলের উৎপাদন চালাচ্ছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সবকিছু ঠিক থাকলে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান উইস্ট্রন করপোরেশনের সাথে হাত মিলিয়ে ৭ সেপ্টেম্বর বাজারে আসা আইফোন ১৪ উৎপাদন করবে ভারতের টাটা গ্রুপ।


আরো সংবাদ



premium cement