২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আউটলুক লাইট অ্যাপ আনল মাইক্রোসফট

-

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তুলনামূলক ছোট আকারের ও দ্রুতগতির ‘আউটলুক লাইট’ অ্যাপ চালু করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। মূল আউটলুক অ্যাপের তুলনায় আকারে হালকা এই সংস্করণের মূল লক্ষ্য হলো স্বল্প ক্ষমতার ডিভাইসে দ্রুতগতিতে ও কম ব্যাটারি খরচে চলতে পারা। আর এ কারণেই মূল আউটলুক অ্যাপের সব ফিচার নেই এতে। অ্যাপটির আকার মাত্র পাঁচ মেগাবাইটের মতো।
অ্যান্ড্রয়েড ডিভাইসে দ্রুত চালানোর জন্য অ্যাপটিকে অপ্টিমাইজ করেছে নির্মাতারা, এমনকি ডিভাইসে মাত্র এক জিবি র্যাম থাকলেও চলবে এটি। মূল অ্যাপের তুলনায় এই অ্যাপ যেহেতু হালকা, তাই ডিভাইসের কম ক্ষমতাই ব্যবহার করে এটি, আর এর ফলে ব্যাটারিও কম খরচ হয় এতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এর নকশা এমন যা সব মোবাইল নেটওয়ার্কেই ভালোভাবে কাজ করবে। আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, ভারত, মেক্সিকো, পেরু, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক ও ভেনিজুয়েলাতে অ্যাপটি আনবে মাইক্রোসফট।
আউটলুকডটকম, হটমেইল, লাইভ, এমএসএন, মাইক্রোসফট ৩৬৫ এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন অ্যাকাউন্টে সমর্থন করবে আউটলুক লাইট অ্যাপটি।

 


আরো সংবাদ



premium cement