১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেন

-

ক্রিপ্টো মুদ্রার দর পতনে বিপাকে পড়েছে ইউক্রেন সরকার। কারণ রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ক্রিপ্টো মুদ্রার মাধ্যমে যুদ্ধের তহবিল সংগ্রহ করছিল দেশটি।
গত ২৪ ফেব্র“য়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর সামাজিক মাধ্যমে ক্রিপ্টো মুদ্রার মাধ্যমে অর্থ সহযোগিতা চেয়েছিল ইউক্রেন সরকার। সুইজারল্যান্ডের ডাভোসে চলতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আবারও ক্রিপ্টো বিনিয়োগকারীদের সমর্থন টানার চেষ্টা করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ।
গত ১৯ মার্চ পর্যন্ত ইউক্রেন সরকারের ‘এইড ফর ইউক্রেইন’ তহবিল বলেছিল, ছয় কোটি ডলারের সমমূল্যের ক্রিপ্টো মুদ্রা অনুদান হিসেবে সংগ্রহ করেছে তারা। তবে গত কয়েক সপ্তাহে ক্রিপ্টো মুদ্রাগুলোর দরপতন হয়েছে লক্ষণীয় হারে। কেবল মে মাসেই বিট কয়েনের দাম কমেছে ২০ শতাংশ। এপ্রিল মাসেও বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো মুদ্রাটির দাম কমেছিল ১৭ শতাংশ।
যদিও ক্রিপ্টো বাজারে ধস নামার আগে দেশটির সরকার ওই তহবিল থেকে সামরিক বাহিনীর সরঞ্জাম কিনতে মোট সাড়ে চার কোটি ডলার খরচ করতে পেরেছে ইউক্রেন।

 


আরো সংবাদ



premium cement