২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে মটোরোলা

-

বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে মটোরোলা। আগামী জুলাইয়ে ফোনটি বাজারে আসবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। এই ফোনটিতে থাকছে অনেক অ্যাডভান্সড ফিচার ও স্পেসিফিকেশন। তবে ফোনটির সবচেয়ে বড় চমক ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৩০ এফপিএস ফ্রেম রেটে ধারণ করা যাবে ৮কে রেজল্যুশনের ভিডিও। মটোরোলার জেনারেল ম্যানেজার চেন জিন চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়েইবোতে ফোনের একটি টিজার শেয়ার করলেও ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যই এখনো প্রকাশ করেনি মটোরোলা। ধারণা করা হচ্ছে, এটিতে ৬ দশমিক ৭ ইঞ্চির সম্পূর্ণ এইচডি প্লাস ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ এসওসি, ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিংসহ নানা সুবিধা।


আরো সংবাদ



premium cement