২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নতুন এআই চিপ আনছে ইনটেল

নতুন এআই চিপ আনছে ইনটেল -

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) কম্পিউটিংয়ে ব্যবহারের লক্ষ্য নিয়ে নতুন গউডি২ চিপ উন্মুক্ত করেছে ইনটেল। নতুন চিপটি দিয়ে এআই চিপ বাজারে শক্ত অবস্থানে থাকা এনভিডিয়ার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় ইনটেল। হাবানা ল্যাবস-এর দ্বিতীয় প্রজন্মের চিপ গউডি২। ইনটেল ইসরায়েলভিত্তিক এআই চিপ স্টার্টআপ ‘হাবানা ল্যাবস’ ২০১৯ সালে ২০০ কোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছিল। হাবানা ল্যাবসের তৈরি আগের এআই চিপের তুলনায় দ্বিগুণ গতির ‘গউডি২’। চিপটি নির্মাণে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং করপোরেশনের (টিএসএমসি) সাত ন্যানোমিটার ট্রানজিস্টর প্রযুক্তি ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। আগের চিপটি ছিল ১৬ ন্যানোমিটার আকারের। এ ছাড়াও নতুন ‘গ্রেকো’ চিপ দেখিয়েছে ইনটেল। এআই অ্যালগরিদম ব্যবহার করে বিভিন্ন বস্তু চিহ্নিত করতে পারবে চিপটি।
এআই চিপের বাজারে আগে থেকেই শক্ত অবস্থানে আছে এনভিডিয়া। এনভিডিয়ার সফটওয়্যার প্ল্যাটফর্ম কুডা ব্যবহারে অভ্যস্ত বেশির ভাগ এআই গবেষক এবং প্রতিষ্ঠান। তাই নতুন এআই চিপ উন্মুক্ত করার পাশাপাশি রয়টার্সকে নতুন সফটওয়্যার নির্মাণে গুরুত্ব আরোপ করার কথাও জানিয়েছে ইনটেল।
সাম্প্রতিক বছরগুলোতে এআই কম্পিউটিং খাতে নির্মাতাদের বিনিয়োগ লক্ষণীয় হারে বেড়েছে। বিশেষ করে ডেটা সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগুলোর মধ্যে এআই কম্পিউটিং বাড়তি গুরুত্ব পাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement