২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চীনে শীর্ষস্থান হারিয়েছে অ্যাপল

চীনে শীর্ষস্থান হারিয়েছে অ্যাপল -

চীনের বাজারে আইফোন ১৩ আসার পরে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে উঠে এসেছিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীনা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় পিছিয়েছে অ্যাপল। অর্থাৎ চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে চীনে শীর্ষস্থান হারিয়েছে অ্যাপল। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে প্রায় ছয় বছর পর চীনের বাজারে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়েছিল অ্যাপল।
চীনের অর্থনীতিতে শ্লথগতি ও বেশ কয়েকটি শহরে কোভিড বিধিনিষেধ আরোপের ফলে ভোক্তা ব্যয় কমেছে। আইফোনের চেয়ে সাশ্রয়ী স্থানীয় স্মার্টফোন ক্রয়েই স্বচ্ছন্দ ছিল চীনা ক্রেতারা। এতে শীর্ষ দুই স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে দুটি চীনা ব্র্যান্ড। যার ফলে অ্যাপল তৃতীয় স্থানে নেমে এসেছে।
কাউন্টার পয়েন্ট রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক আইভান লাম বলেন, চীনের অর্থনীতিতে শ্লথগতির ফলে অ্যাপলের বিক্রিতে প্রভাব পড়েছে। ভিভো, অনর ও অপোসহ চীনের স্থানীয় ব্র্যান্ডগুলো বেশ সক্ষমতার পরিচয় দিয়েছে।
গত সপ্তাহে প্রকাশিত ক্যানালিসের প্রতিবেদনেও বলা হয়, চীনে অ্যাপলের অবস্থান তৃতীয়। জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীনে অ্যাপলের স্মার্টফোন বিক্রি আগের প্রান্তিকের চেয়ে ৩৬ শতাংশ কমেছে।
বর্তমানের চীনের অন্তত ২৭টি শহরে আংশিক বা সম্পূর্ণ লকডাউন রয়েছে। চীনের বাণিজ্য কেন্দ্র সাংহাইয়ে এক মাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছে। শুধু চাহিদায় শ্লথগতিই নয়, সরবরাহ সঙ্কটের কারণেও চীনে বাজার সঙ্কুচিত হয়েছে অ্যাপলের। অ্যাপলের অন্যতম সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন তার শেনঝেন কারখানায় গত মাসে বেশ কয়েক দিন কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

 


আরো সংবাদ



premium cement