২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শিক্ষার্থীদের জন্য আসছে লেনোভোর ট্যাবলেট পিসি

শিক্ষার্থীদের জন্য আসছে লেনোভোর ট্যাবলেট পিসি -

নতুন দুটি ট্যাবলেট পিসি বাজারে আনতে যাচ্ছে লেনোভো। মূলত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও অন্যান্য কাজে সুবিধা দেবে উইন্ডোজ ১১ চালিত নতুন ট্যাব দুটি। ১০ডব্লিউ ট্যাবলেটে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ১৩ডব্লিউ ইয়োগা টু-ইন-ওয়ান ল্যাপটপে থাকছে এএমডি রাইজেন প্রসেসর। ১০ডব্লিউ ট্যাবলেটটিতে দেয়া হয়েছে ডিটাচেবল কিবোর্ড ও একটি অপশনাল পেন। অন্যদিকে নতুন ১৩ডব্লিউ ইয়োগা টু-ইন-ওয়ান ল্যাপটপটি কনভার্টিবল, যা ট্যাবলেট ও ল্যাপটপ দুভাবেই ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। এতে থাকছে লেনোভো নেটফিল্টার নামে একটি অনলাইন সেফটি সলিউশন, যা ছাত্রছাত্রীদের ক্ষতিকারক কনটেন্ট, ম্যালওয়্যার অ্যাটাক ও সাইবার বুলিং থেকে সুরক্ষা দেবে।
১০ডব্লিউ ট্যাবলেটটিতে থাকছে ১০.১ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ১৬:১০ এবং এটি ৪০০ নিট উজ্জ্বলতা দেবে। এতে থাকছে ৮ জিবি ডিডিআর৪এক্স র্যাম ও ১২৮ জিবি ইএমএমসি স্টোরেজ। ট্যাবলেটটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করবে। ফটোগ্রাফির জন্য ট্যাবের পেছনে থাকছে ৮ মেগাপিক্সেল সেন্সর এবং সামনে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এছাড়া যেকোনো ধরনের আঘাত থেকে সুরক্ষা দিতে ট্যাবলেটটিতে থাকছে একটি শক্তপোক্ত রাবারের বাম্পার। লেনোভোর দাবি, একবার চার্জে ট্যাবলেটটি সাড়ে ১৩ ঘণ্টা ব্যবহার করা যাবে। ১০ডব্লিউ ট্যাবলেটের দাম শুরু হচ্ছে ৩২৯ ডলার থেকে। অন্যদিকে ১৩ডব্লিউ ইয়োগা টু-ইন-ওয়ান ল্যাপটপের দাম পড়ছে ৭৪৯ ডলার। আগামী এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে।

 


আরো সংবাদ



premium cement