১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দেশের বাজারে আসছে ভিভোর ভি২৩ ফাইভ-জি

-

ফ্যাশন সচেতন ও সেলফিপ্রেমীদের জন্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে এনেছে দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরার সাথে ফাইভ-জি সাপোর্টেড ডিভাইস ভিভো ভি২৩ ফাইভ-জি। সাথে রয়েছে ভি২৩ ফাইভ-জির অসাধারণ কালার চেঞ্জিং বডি। কালার চেঞ্জিং বডি ছাড়াও স্মার্টফোনটির বড় আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল অটোফোকাস (এএফ) পোট্রেট সেলফি প্রযুক্তি। ৫০ মেগাপিক্সেল বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন বাজারে সবচেয়ে বড় সেলফি ক্যামেরা, যা আরো বেশি নিখুঁত এবং স্পষ্ট ছবি ধারণ করবে। ভিভো ভি২৩ ফাইভ-জি মডেলটিতে আছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। চার হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই চমৎকার স্মার্টফোনে আছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। ৭ দশমিক ৩৯ মিলিমিটারের স্লিম বডি এবং ওয়ান পিস মেটাল ফ্ল্যাট ফ্রেম ডিজাইন মডেলটিকে দুর্দান্ত এলিগেন্ট লুক দিয়েছে। ভিভো ভি২৩ ফাইভ-জি স্মার্টফোনের ফিচারে রয়েছে ফোর-কে সেলফি ভিডিওর সুবিধা। ফোনটির ৬৪ মেগাপিক্সেল জি ডব্লিউ১ সুপার-সেন্সিং ক্যামেরা, একটি আট মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং একটি দুই মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরার সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউল দুর্দান্ত ছবি উপহার দেবে ব্যবহারকারীদের। ভি২৩ ফাইভ-জিতেও ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর।
ভিভো ভি২৩ ফাইভ-জি মিলবে দু’টি রঙে। স্টারডাস্ট ব্ল্যাক ও সানসাইন গোল্ড। স্মার্টফোনটির দাম ৩৯ হাজার ৯৯০ টাকা। আগ্রহীরা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত স্মার্টফোনটির জন্য প্রি-বুকিং দিতে পারবেন; আর ২২ জানুয়ারি থেকে ভিভো ভি২৩ ফাইভ-জি পাওয়া যাবে সারা দেশে।


আরো সংবাদ



premium cement