শাওমির স্মার্টফোনে সেন্সরশিপের সন্ধান মেলেনি
- ১৭ জানুয়ারি ২০২২, ০০:০০
শাওমির স্মার্টফোনে সেন্সরশিপের কোনো সন্ধান পায়নি জার্মানির ফেডারেল সাইবার নিরাপত্তা তদারক সংস্থা বিএসআই। গত সেপ্টেম্বরে লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অভিযোগ করেছিল, শাওমির ফোনে তিব্বতের স্বাধীনতা, তাইওয়ানের স্বাধীনতা দীর্ঘজীবী হোক অথবা গণতন্ত্র আন্দোলনসহ বেশকিছু শব্দ ফিল্টারিংয়ে বিল্ট ইন ডিটেকশন প্রযুক্তি রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএসআই তদন্ত শুরু করে। কয়েক মাসের তদন্ত শেষে সংস্থাটি এমন কোনো অসঙ্গতির সন্ধান পায়নি।
গত বছরের ২২ সেপ্টেম্বর লিথুয়ানিয়া রিপোর্টের প্রতিক্রিয়ায় শাওমি কর্তৃপক্ষ বলেছে, ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত আচরণ যেমন, অনুসন্ধান, কল, ব্রাউজিং ওয়েব পেজ বা তৃতীয় পক্ষের যোগাযোগ সফটওয়্যার ব্যবহার করে সীমাবদ্ধ বা বাধা দেয় না। শাওমি তাদের কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত করছে। তারা সব সময় তাদের গ্রাহকদের গোপনীয়তা এবং নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। গ্রাহকদের সুরক্ষার বিষয়টি চীনা প্রতিষ্ঠানটির সর্বোচ্চ অগ্রাধিকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা