২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কোয়ালকমের সর্বাধুনিক চিপসেট আসছে

কোয়ালকমের সর্বাধুনিক চিপসেট আসছে -

সম্প্রতি কোয়ালকম তাদের সবচেয়ে নতুন ও শক্তিশালী স্মার্টফোন প্রসেসর উন্মোচন করেছে। স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস নামে চিপসেটটি স্মার্টফোনের স্পিডে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের শেষ নাগাদ কোয়ালকমের শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস বাজারে আসবে।
শুরুতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস চিপ নিয়ে প্রথম প্রিমিয়াম ফোন হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২১। চলতি বছরের শেষ দিকে আরো বেশ কয়েকটি ফোনে চিপসেটটি ব্যবহার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাসের সিপিইউর ক্লক স্পিড ৩ গিগাহার্টজে নিয়ে গিয়েছে কোয়ালকম। স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপে যা ছিল ২ দশমিক ৮৪ গিগাহার্টজ। চিপসেটের মস্তিষ্ক হিসেবে পরিচিত সিপিইউর ক্লক স্পিড বৃদ্ধির ফলে স্মার্টফোন ব্যবহারকারীদের পক্ষে ভারী কাজ যেমন স্ট্রিমিং ভিডিও ও গেমস খেলা আরামদায়ক হবে। চিপসেটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা ২০ শতাংশ বাড়িয়েছে কোয়ালকম। এতে ভিডিও কল দেয়া ও বিভিন্ন বিনোদনমূলক কাজ আরো ইমার্সিভ করবে।
কোয়ালকম জানায়, স্ন্যাপড্রাগন ৮৮৮ এবং ৮৮৮ প্লাস নিয়ে ১৩০টিরও বেশি ডিজাইনের স্মার্টফোন নিয়ে কাজ করছে স্মার্টফোন নির্মাতারা।


আরো সংবাদ



premium cement