২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

এক হাজার কোটিবার ডাউনলোড হয়েছে জিমেইল অ্যাপ

এক হাজার কোটিবার ডাউনলোড হয়েছে জিমেইল অ্যাপ -

আমাদের প্রতিদিনের জীবনের অনেক সেবা গ্রহণ করতে প্রয়োজন হয় ই-মেইল অ্যাড্রেস। ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জিমেইলের অবস্থান বরাবরই শীর্ষে। এমনকি স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সব ফিচার উপভোগ করতেও দরকার হয় একটি জিমেইল অ্যাকাউন্ট। এসব কারণেই এক অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছে জিমেইল। গুগল প্লে স্টোর থেকে এক হাজার কোটিবার ইনস্টল করা হয়েছে জিমেইল অ্যাপ। হাজার কোটির মাইলফলক ছোঁয়ার দৌড়ে এর পরই আছে মেটার ফেসবুক ও গুগল ড্রাইভের অবস্থান। দুটি অ্যাপই ৫০০ কোটিবারের ওপর ইনস্টল হয়েছে।
প্রায় সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই প্রি-ইনস্টলড অবস্থায়ই থাকে গুগলের এ ই-মেইল অ্যাপটি। ফলে পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষ তাদের কর্ম ও ব্যক্তিগত জীবনে অ্যাপটি ব্যবহার করছে। গুগলও ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অ্যাপটিতে সংযোজন করেছে নতুন নতুন ফিচার। জিমেইল অ্যাপে গুগলের নবতম সংযোজন ‘নিউ সার্চ ফিল্টারস’, যার মাধ্যমে ব্যবহারকারীরা ডেস্কটপ ভার্সনের সব টুলই ব্যবহার করতে পারবে।


আরো সংবাদ



premium cement