২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

টেলিগ্রামে স্পন্সরড মেসেজ সুবিধা

-

স্পন্সরড মেসেজ সুবিধা নিয়ে এসেছে ক্লাউডভিত্তিক মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। যেসব চ্যানেলের হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে, তারাই শুধু এ ফিচার ব্যবহার করতে পারবে। টেলিগ্রামে পাবলিক চ্যানেলের ওপর স্পন্সরড মেসেজ অপশন দেখা যাবে। ১৬০ শব্দের মধ্যে মেসেজ লেখা যাবে। মূলত পাবলিক চ্যানেলটি যে বিষয়ে কনটেন্ট প্রকাশ করে থাকে, সে বিষয়েই লিখতে হবে।
এক বিবৃতিতে টেলিগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞাপন দেখানোর জন্য কোনো ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করা হয়নি। সেই সাথে টেলিগ্রামের সব ব্যবহারকারী একই স্পন্সরড মেসেজ দেখতে পাবেন। চ্যাটে টেলিগ্রামের পক্ষ থেকে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং ব্যবহারকারীর চ্যাট লিস্ট, প্রাইভেট চ্যাট অথবা গ্রুপ কোথাও স্পন্সরড মেসেজের বিজ্ঞাপন আসবে না।
টেলিগ্রামের আশা এ টুলের মাধ্যমে ব্যবহারকারীদের চ্যাট বক্সে বিজ্ঞাপন দেয়ার চর্চা বন্ধ হবে। ব্যবহারকারীদের আরো ভালো অভিজ্ঞতা প্রদানে ও বিজ্ঞাপন বার্তা প্রদর্শনের হার কমাতে এটি সাহায্য করবে। যদিও স্পন্সরড মেসেজ ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সবার ব্যবহারের জন্য উন্মুক্ত নয়।

 


আরো সংবাদ



premium cement