২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গ্যালাক্সি জেড ফোল্ড থ্রির রিব্যান্ডেড ভার্সন

-

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন ডব্লিউ২২ ফাইভজি এসেছে চীনের বাজারে। স্যামসাং ও চায়না টেলিকম যৌথভাবে ফোনটি নির্মাণ করেছে। ফোল্ডেবল এ ফোনটিতে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড থ্রির রিব্যান্ডেড ভার্সন। আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা এবং এস পেন স্টাইলাস সাপোর্ট সিস্টেমের ফোনটি চীনের বাজারে এসেছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশনসহ। স্মার্টফোনটিতে আছে ২৫ ওয়াটের ওয়্যার্ড ফাস্ট চার্জিং সুবিধা। এ ছাড়া ১০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সিস্টেমসহ থাকছে ৪ দশমিক ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪৪০০ এমএএইচ ডুয়াল সেল ব্যাটারি।
ডব্লিউ টোয়েন্টি-টু ফাইভজি স্মার্টফোনটির ডিসপ্লে দুটি। এর সেকেন্ডারি ডিসপ্লের সাইজ ৬ দশমিক ২৮ ইঞ্চি। এইচডি প্লাস (৮৩২ঢ২২৬৮ পিক্সেল) রেজ্যুলুশনের ডিসপ্লেটির ভ্যারিয়েবল রিফ্রেশ রেট ১২০ হার্টজ, এসেছে ২৪ দশমিক ৫:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৩৮৭ পিপিআই পিক্সেল ডেনসিটিসহ। মূলত এটি ইকোটু ওলেড প্যানেলে তৈরি। প্রাইমারি ডিসপ্লেতে ব্যবহার হয়েছে ডাইনামিক অ্যামোলেড টুএক্স প্যানেল। কিউএক্সজিএ প্লাস (২২০৮-১৭৬৮ পিক্সেল) রেজ্যুলুশনের ডিসপ্লেটি ৭ দশমিক ৬ ইঞ্চির। এতে ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট ২২ দশমিক ৫:১৮ অ্যাসপেক্ট রেশিও এবং ৩৭৪ পিপিআই পিক্সেল ডেনসিটিসহ সাপোর্ট করে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের ফোনটিতে আছে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। ত্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের ফোনটির চীনের বাজারে দাম ১৬ হাজার ৯৯৯ ইউয়ান।


আরো সংবাদ



premium cement