২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ডুয়াল ব্যান্ড রাউটার আনছে ওয়ালটন

-

ডুয়াল ব্যান্ডের ১২০০ এমবিপিএস নতুন ওয়াই-ফাই রাউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তরঙ্গ ব্র্যান্ডের প্যাকেজিংয়ে ডব্লিউআর১৪ মডেলের এই রাউটারটির প্রধান বৈশিষ্ট্য গিগাবিট ইথারনেট পোর্ট, ৪টি হাই-পারফরম্যান্স এন্টেনা এবং ওয়াইড এরিয়া কাভারেজ। রাউটারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৭৫০ টাকা।
ওয়ালটন রাউটার এবং নেটওয়ার্ক অ্যাকসেসরিজের প্রোডাক্ট ম্যানেজার মো: শাহাদাত হোসাইন জানান, নতুন আসা ডুয়াল ব্যান্ডের রাউটারটিতে রয়েছে অত্যাধুনিক মাল্টি-ইউজার, মাল্টি-ইনপুট মাল্টি-আউটপুট প্রযুক্তি, যার ফলে একসঙ্গে অনেকগুলো ডিভাইস এর নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারবে। এছাড়া গিগাবিট ইথারনেট পোর্ট থাকায় রাউটারটি প্রতিটি কানেক্টেড ডিভাইসে উচ্চগতি সরবরাহ করতে সক্ষম। এর অ্যাডভান্সড বিমফোর্মিং প্রযুক্তির কল্যাণে ব্যবহারকারীরা পাবেন সুনির্দিষ্ট ডিভাইসে বেটার ওয়্যারলেস রিসেপশন।

 


আরো সংবাদ



premium cement