২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দক্ষিণ কোরিয়ায় গুগলকে জরিমানা

-

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ‘কাস্টমাইজড’ সংস্করণ ব্লক করার কারণে গুগলকে ১৭ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা। কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি) জানিয়েছে, ডিভাইস নির্মাতাদের দেয়া শর্তাবলি গুগলের বাজার আধিপত্য বিস্তারী অবস্থানের হয়রানিতে পরিণত হয়েছে যা মোবাইল ওএস বাজারের প্রতিযোগিতাকে সীমিত করছে।
রায়ের পরপরই গুগল আপিল করার কথা বলেছে। পাশাপাশি জানিয়েছে, রায়টি অ্যান্ড্রয়েডের অন্য প্রোগ্রামের সাথে সামঞ্জস্যের সুবিধার বিষয়টি এড়িয়ে গেছে এবং গ্রাহকের সুবিধা উপভোগ করার বিষয়টি তুলে ধরেনি।
দক্ষিণ কোরিয়ার ‘টেলিকমিউনিকেশন বিজনেস অ্যাক্টে’-এর নতুন সংশোধনী ‘অ্যান্টি-গুগল’ আইন আখ্যা পেয়েছে। সংশোধনীটি যেদিন কার্যকর হলো, সে দিনই জরিমানার মুখে পড়ল গুগল। সংশোধিত আইনটির কারণে গুগলের মতো অ্যাপ স্টোর পরিচালকরা নিজস্ব লেনদেন প্রক্রিয়া ব্যবহার করতে দক্ষিণ কোরিয়ায় সফটওয়্যার ডেভেলপারদেরকে বাধ্য করতে পারবে না। ফলে কার্যতই ডেভেলপারদের কাছ থেকে কমিশন নেয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে গুগলের জন্য।

 


আরো সংবাদ



premium cement