২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্মার্টফোন উৎপাদনে প্রভাব ফেলতে পারে চিপ সঙ্কট

-

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ঘাটতির ফলে স্মার্টফোনের উৎপাদনেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। চলতি বছর সেমিকন্ডাক্টর ঘাটতির কারণে বৈশ্বিক অটোমোবাইল উৎপাদন শিল্পে যথেষ্ট প্রতিবন্ধকতা অতিবাহিত হয়েছে। তবে সামনের সময়ে এ সঙ্কট কিছুটা হ্রাস পেতে পারে। চীন এ সঙ্কট পূরণে সেমিকন্ডাক্টের উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। তাইওয়ানের উৎপাদন সঙ্কটের ঘাটতি পূরণে এ পদক্ষেপ গ্রহণ করেছে চীন। চলতি সপ্তাহে গ্লোবাল মার্কেট ফোরামে ডাচ ব্যাংকিং করপোরেশন আইএনজির বৃহত্তর চীনের প্রধান অর্থনীতিবিদ ইরিশ পেং এমনটা জানান।
পেং-এর মতে, জিডিপির তুলনায় চীন ৫ শতাংশ চিপ সঙ্কট কাটিয়ে উঠেছে। তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো মেইনল্যান্ড চায়নায় তাদের পরিকল্পনা অনুসারে বৃহৎ আকারের কারখানা গড়ে তুলেছে। তবে সামনের দিনগুলোতে স্মার্টফোন উৎপাদকরা সেমিকন্ডাক্টের সঙ্কটে ভুগতে পারে।
তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো বর্তমানে গাড়ির জন্য চিপ উৎপাদন করছে। ফলে কয়েক সপ্তাহের মধ্যেই গাড়ির জন্য চিপ সঙ্কট কেটে যাবে বলে আশা করা যাচ্ছে। তবে এর ফলে সামগ্রিক ইলেকট্রনিকস শিল্পে চিপ সঙ্কটের কোনো সুরাহা হবে না। চিপ সঙ্কটের দরুন কিছু স্মার্টফোনের নতুন সংস্করণ বাজারে আসতে দেরি হতে পারে।
বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের কারণে ব্যক্তিগত যানবাহন ও ওয়ার্ক-ফ্রম-হোম পদ্ধতির কারণে ডিভাইসের চাহিদা বৃদ্ধিতে চিপের চাহিদাও বেড়েছে বহুগুণ। ফলে তাৎক্ষণিক ঘাটতি তৈরি হলেও চলতি বছর চিপ উৎপাদন শিল্প আগের তুলনায় ২১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।


আরো সংবাদ



premium cement