২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ওয়্যারেবল ডিভাইসের আলাদা অপারেটিং সিস্টেম আসছে

-

নতুন ওয়্যারওএস নিয়ে কাজ করছে গুগল ও স্যামসাং। ওয়্যারওএস থ্রি নামে বাজারে এ অপারেটিং সিস্টেম আনা হবে। গুগলের ওয়্যারওএস থ্রি ও স্যামসাংয়ের টাইজেন সফটওয়্যারের সমন্বয়ে নতুন এ অপারেটিং সিস্টেম তৈরি করা হচ্ছে। এক বিবৃতিতে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা ওয়্যারওএসবাইগুগল ও স্যামসাংমোবাইলের সর্বোৎকৃষ্ট সমন্বয় ঘটাচ্ছি। ওয়্যারেবল প্লাটফর্মে টাইজেন যুক্ত হলে অ্যাপসগুলো আরো দ্রুত চালু হবে, ব্যাটারি লাইফ আরো বৃদ্ধি পাবে এবং ডিভাইস টু অ্যাপস, ওয়াচ ফেসসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারকারীরা আরো বেশি সুবিধা পাবে। ২০২২ সালের দ্বিতীয়ার্ধে নির্ধারিত স্মার্টওয়াচের জন্য অপারেটিং সিস্টেমের আপডেট বাজারে ছাড়া হবে।

 


আরো সংবাদ



premium cement