২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গিগাবাইটের নতুন কেভিএম মনিটর

-

প্রফেশনাল গেমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্যই স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের সর্বপ্রথম কেভিএম গেমিং মনিটর। ৩২ ইঞি স্ক্রিন সাইজের এই মনিটরটির মডেল ‘এম৩২কিউ’। এই মনিটরটি আপনাকে দিবে ফুল এইচডি থেকে দ্বিগুণ মানের সুন্দর পিকচার কোয়ালিটি। সেই সাথে এটিতে গেম, সিনেমা এবং কন্টেন্ট দেখতে বেশ চমৎকার লাগে। এই মনিটরটিতে ৯৪% ডিসিআই-পি ৩ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে ভিউয়ার পাবে ট্রু কালার । নতুন এই গেমিং মনিটরটি খুবই রেসপন্সিভ, রেস্পন্স টাইম ১ মিলি সেকেন্ড।
গেমারের ভিজ্যুয়াল স্পষ্টতাকে বাড়িয়ে তুলতে এতে ফিচার হিসেবে বিল্ট ইন এইম স্ট্যাবিলাইজার ব্যবহার করা হয়েছে। গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাডজাস্টমেন্টের সুবিধা যেমন : উচ্চতা ১৩০ মিমি, টিল্ট ২০ ডিগ্রি এবং সুইভেল ৩০ ডিগ্রি। মনিটরটির সাথে পাচ্ছেন ১টি পাওয়ার ক্যাবল, ১টি এইচডিএমআই ক্যাবল, ডিপি ক্যাবল, সিডি এবং কুইক স্টার্ট গাইড । প্রোডাক্টির বিক্রয় পরবর্তী সেবা এক বছর ।

 

 


আরো সংবাদ



premium cement