২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শক্তিশালী চিপ আবিষ্কার করেছে আইবিএম

-

মাত্র ২ ন্যানোমিটারের চিপ তৈরির মাধ্যমে কম্পিউটারের প্রসেসর জগতে যুগান্তকারী পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন (আইবিএম)। আইবিএমের দাবি, তাদের নতুন পরীক্ষামূলক এ চিপ বর্তমানে বাজারে থাকা ৭ ন্যানোমিটার চিপের চেয়ে ৪৫ শতাংশ বেশি কার্যকর। সেই সাথে এটি শক্তিসাশ্রয়ী। এ চিপ ৭৫ শতাংশ কম শক্তি ব্যবহারের মাধ্যমে বেশি কাজ করতে সক্ষম। প্রযুক্তির ব্যবহারে মোবাইল ফোনের ব্যাটারি চার গুণ বেশি সাশ্রয়ীভাবে ব্যবহৃত হবে। ফলে চার দিন পরপর মোবাইল চার্জ দেয়ার প্রয়োজন হবে।
আইবিএমের দাবি, তাদের দুই ন্যানোমিটারের প্রসেসর হাতের নখের আকৃতির চিপের মধ্যে পাঁচ হাজার কোটি ট্রানজিস্টর একত্রিত করতে পারে। তবে এখনো এ চিপের পরীক্ষামূলক ব্যবহার চলছে। প্রযুক্তি সংশ্লিষ্টরা আশা করছেন আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হলে সামনের বছরগুলোয় এ চিপ কম্পিউটার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
এর আগে ইন্টেল এবং টিএসএমসি ঘোষণা দিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে আরো উচ্চক্ষমতাসম্পন্ন আলট্রা লো ন্যানোমিটারের চিপ উৎপাদন করবে।


আরো সংবাদ



premium cement