২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চীনে আলিবাবাকে ২৭৫ কোটি ডলার জরিমানা

-

কয়েক বছর ধরেই চীন তাদের দেশী বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারি চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় একচেটিয়া ব্যবসা রোধে করা নীতি লঙ্ঘন এবং বাজারে নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের দায়ে ই-কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডকে ২৭৫ কোটি ডলার জরিমানা করেছে চীনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
দেশটিতে এ ধরনের ক্ষেত্রে এর আগে কখনোই এত বিপুল অর্থ জরিমানা করা হয়নি। যদিও এই বিশাল অঙ্কের এ জরিমানাও আলিবাবার গায়ে লাগার কথা নয়। তাদেরকে যে টাকা জরিমানা দিতে হচ্ছে, তা তাদের ২০১৯ সালের আয়ের ৪ শতাংশের কাছাকাছি।
এই ই-কমার্স জায়ান্টের প্রতিষ্ঠাতা জ্যাক মা গত বছরের অক্টোবরে চীনের বাজার ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছিলেন; এরপর থেকেই এ বিলিয়নিয়ারের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিস্তৃত তদন্ত শুরু হয়। ডিসেম্বরে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা এসএএমআর আলিবাবার বিরুদ্ধে ব্যবসায় একচেটিয়া আধিপত্যের অভিযোগ নিয়ে তদন্তে নামে।
তদন্ত শেষে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আলিবাবাকে এক হাজার ৮০০ কোটি ইউয়ান (২৭৫ কোটি ডলার, বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ২৩ হাজার কোটি টাকা) জরিমানা করে।


আরো সংবাদ



premium cement