২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাংলা ব্রাউজার দুরন্ত

-

দেশের প্রথম বাংলা ভাষাভিত্তিক ব্রাউজার ‘দুরন্ত’ আনুষ্ঠানিক যাত্রা করেছে। দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস ও সেলফোন অপারেটর রবি মিলে ব্রাউজারটি এনেছে। দুরন্ত হলো বাংলা ভাষাভিত্তিক প্রথম বাংলাদেশী ব্রাউজার। যেখানে বিশ্বের খ্যাতনামা সব ব্রাউজারের সেরা ফিচারগুলো পাওয়া যাবে। বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রয়োজনীয় সেবাগুলোর লিংকে ব্রাউজারে খুঁজলেই পাওয়া যাবে। এর পাশাপাশি দুরন্ত ব্রাউজারে লাইভ টিভি, ভিডিও, অডিও গান, এফএম রেডিও, খেলাধুলা এবং তথ্য ও বিনোদনমূলক নানা ধরনের কনটেন্ট রয়েছে। ব্রাউজারটি ব্যবহারের বড় সুবিধা হলোÑ এটি খুব কম ডাটা ব্যবহার করে চালানো যায়। অযাচিত বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে আটকে যায় এবং দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা দেয়। প্রচলিত অন্যসব ব্রাউজারের মতো এতেও আছে প্রাইভেট ব্রাউজিংয়ের সুবিধা, যাকে ইনকোগনিটো মোডও বলা হয়। এ মোড ব্যবহারে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তৃতীয় কোনো পক্ষ নিতে পারবে না। দুরন্ত ব্যবহারকারীরা ইন-পেজ সার্চিং, অফলাইন ইউজ, অফলাইন ভিডিও/ইমেজ সেভ, ডাটা সেভিং ও শেয়ারিংয়ের সুবিধা পাবেন।


আরো সংবাদ



premium cement