২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

শুরু হলো বেসিস আইসিটি অ্যাওয়ার্ডের চতুর্থ আসর

-

বেসিসের উদ্যোগে চতুর্থবারের মতো শুরু হয়েছে ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০’। এ বছরের আয়োজনে ৩৫টি শ্রেণীতে ১০৫টি পুরস্কার দেয়া হবে। সম্প্রতি এক অনলাইন ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিযোগীদের নিবন্ধন শুরুর ঘোষণা দেয় বেসিস।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেছেন, ‘আমরা সারা দেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি এবং উৎসাহ দেয়ার লক্ষ্যে পুরস্কার দিয়ে থাকি।’
অ্যাওয়ার্ডস-২০২০ আসরের সহ-আহ্বায়ক রাশেদ কামাল বলেন, ‘প্রথম বছরের তুলনায় এ বছর প্রায় ১০ গুণ বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০১৯ বিজয়ীরা অ্যাপিকটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং তারা বাংলাদেশকে অ্যাপিকটায় অন্য উচ্চতায় নিয়ে গেছেন।
এবারের আয়োজনে আগ্রহীরা যঃঃঢ়ং://নহরধ.নধংরং.ড়ৎম.নফ লিঙ্কের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২১।

ধুশবৎ.পড়সঢ়ঁঃবৎ@মসধরষ.পড়স


আরো সংবাদ



premium cement