২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে বিটিআরসি-সিনেসিস আইটির চুক্তি  

-

মোবাইল গ্রাহকের হ্যান্ডসেটের নিরাপত্তা বিধান, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, জাতীয় নিরাপত্তা, অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেটের বিক্রয়/আমদানি ও বাজারজাতকরণে নিরুৎসাহিত করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে সফট সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান সিনেসিস-রেডিসন-কম্পিউটার ওয়ার্ল্ড জেভিয়ের সাথে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম স্থাপন সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেছে। গত বুধবার বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে কমিশনের চেয়ারম্যান মো: জহুরুল হক ও স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: শহীদুল আলমের উপস্থিতিতে কমিশনের তরঙ্গ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক লে. কর্নেল মো: ফয়সল এবং সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান মো: জহুরুল হক বলেন, ‘এনইআইআর সিস্টেম সম্পন্ন হলে সরকার প্রতি বছর চার হাজার কোটি টাকার মতো বাড়তি রাজস্ব পাবে। চুক্তি পাওয়া প্রতিষ্ঠান চুক্তির শর্ত মোতাবেক যথাসময়ে কাজ শেষ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। চুক্তির শর্ত অনুযায়ী, বিটিআরসির আওতাধীন এনইআইআর প্রকল্পের হার্ডওয়্যার আমদানি, ডাটাসেন্টার স্থাপন, নিবন্ধন কার্যক্রম পরিচালনায় সিনেসিস আইটির সাথে একযোগে কাজ করবে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড ও কম্পিউটার ওয়ার্ল্ড বিডি।’ চুক্তিতে নির্ধারিত ১২০ কার্যদিবসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্নের আশা ব্যক্ত করেন সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘এনইআইআর প্রকল্পটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। প্রকল্পটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বাস্তবায়ন হবে।

 


আরো সংবাদ



premium cement