১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

-

সম্প্রতি কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে, ঢাকা জেলা প্রশাসন আয়োজিত এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পৃষ্ঠপোষকতায় ‘৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০২০’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওই প্রতিযোগিতায় সিনিয়র, জুনিয়র এবং বিশেষ এই তিনটি ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তন্মধ্যে ড্যাফোডিল পরিবার পরিচালিত ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের (ডিটিআই) শিক্ষার্থীরা দু’টি ক্যাটাগরিতে, (ই-মিট, সাউন্ড টান্সমিশন বাই ওয়াইফাই, কুলার ও হিটার, অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিস্পেন্সার এবং অ্যাকাউন্ট অ্যাপ ফর লোকাল ফার্মার) এই পাঁচটি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ডিটিআইয়ের শিক্ষার্থীরা ‘ক্রিয়েটিভ ও সাসটেইনেবল প্রজেক্ট’ ক্যাটাগরিতে ‘কুলার ও হিটার’ দ্বিতীয় এবং ‘ই-মিট’ তৃতীয় স্থান অর্জন করে এবং প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার ও সম্মাননা সার্টিফিকেট গ্রহণ করে।
ওই প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো: শহীদুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসক, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহানাজ সুলতানা এবং ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো: বেনজীর আহম্মদ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো: আবুল হোসেন, সভাপতি, কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।


আরো সংবাদ



premium cement