২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

লেনোভোর ফোল্ডেবল পিসি থিংকপ্যাড এক্স১ ফোল্ড

-

লেনোভো থিংকপ্যাড সিরিজের নতুন একটি ডিভাইসের ঘোষণা দিয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। ‘থিংকপ্যাড এক্স১ ফোল্ড’ নামের এ ডিভাইসকে বিশ্বের প্রথম ফোল্ডেবল পিসি দাবি করা হচ্ছে। গ্যালাক্সি ফোল্ডের ডিজাইনের আদলে তৈরি হলেও থিংকপ্যাড এক্স১ ফোল্ডে রয়েছে ১৩ ইঞ্চির অর্গানিক লাইট-এমিটিং ডায়োড ডিসপ্লে। দুই হাজার ৪৯৯ ডলার মূল্যের ডিভাইসটির প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু হয়েছে।
ফোল্ড খোলা অবস্থায় থিংকপ্যাড এক্স১ ফোল্ড বড় ডিসপ্লের ট্যাবলেট ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ ফোল্ড খোলা অবস্থায় ডিভাইসটি ১৩ ইঞ্চি নোটবুক হিসেবে ব্যবহার করা যাবে। এতে ডিটাচঅ্যাবল কি-বোর্ড ব্যবহারের সুবিধা রয়েছে। ডিভাইসটির ডিসপ্লে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে তুলনামূলক ছোট ডিসপ্লের ল্যাপটপ হিসেবে ব্যবহার করা যাবে।
একাদশ প্রজন্মের ইন্টেল প্রসেসর সংবলিত ৮ গিগাবাইট র্যামের থিংকপ্যাড এক্স ১ ফোল্ডে ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে। ২ দশমিক ২ পাউন্ড ওজনের ডিভাইসটিতে দুটি ইউএসবি-সি পোর্ট, একটি সিম কার্ড স্লট ও ফাইভজি সমর্থন করবে।


আরো সংবাদ



premium cement