২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

এমপিদের অ্যাপ আমার সংসদীয় এলাকা

-

যাত্রা শুরু করল দেশের প্রথম মোবাইল ও ওয়েবভিত্তিক ডাটা প্লাটফর্ম ‘আমার সংসদীয় এলাকা ডাটা প্লাটফর্ম’। এই অ্যাপের মাধ্যমে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার বিভিন্ন তথ্য গ্রহণ এখন আরো সহজ হবে। গত মঙ্গলবার এক অনলাইন আয়োজনে অ্যাপটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের নিজেদের প্রাতিষ্ঠানিক অবস্থানকে আরো উন্নয়নের জন্য প্রয়োজন সঠিক ও নির্ভরযোগ্য তথ্য। আর এই তথ্যগুলোকে আরো সমৃদ্ধ ও সহজে প্রাপ্তির লক্ষ্যেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় এই অ্যাপটি তৈরি করার কথা জানিয়েছে সরকারের অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম।
অ্যাপটির প্রয়োগ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তথ্য বিশাল ভূমিকা পালন করে এবং এই প্লাটফর্মের মাধ্যমে নির্বাচনী এলাকার ডাটা বিশ্লেষণ করে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ ও সমৃদ্ধ বিকাশের পক্ষে ব্যাপকভাবে লাভবান হতে পারে।’

 

 


আরো সংবাদ



premium cement