১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

‘উইট্রান্সফার’ ব্লক করল ভারত

-

ফাইল শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘উইট্রান্সফার’ ব্লক করতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয়। যদিও নির্দেশনার কোথাও ওয়েবসাইট ব্লকের কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে, নির্দেশনায় ইন্টারনেট সেবাদাতাদের অনুমোদন সংক্রান্ত নীতিমালার একটি বিধির কথা উল্লেখ রয়েছে। যে বিধির কথা বলা হয়েছে, তাতে ‘রাষ্ট্রীয় নিরাপত্তা বা জনস্বার্থে’ অনুমোদনপ্রাপ্তদের সবাইকে ওয়েবসাইট ব্লকের ব্যাপারে নির্দেশনা দেয়া আছে।
এক ব্লগ পোস্টে উইট্রান্সফার কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা এই ব্লকের পেছনের কারণ বোঝার জন্য কাজ করছি এবং এটি কীভাবে যত দ্রুত সম্ভব আগের অবস্থায় নিয়ে আসা যায় সে চেষ্টা করছি। ২০০৯ সালে নেদারল্যান্ডসে প্রতিষ্ঠিত হয় উইট্রান্সফার। ব্যবহারকারীকে একবারে দুই গিগাবাইট পর্যন্ত ফাইল আপলোড এবং শেয়ারের সুযোগ দিয়ে থাকে সেবাটি। উইট্রান্সফারের ‘পেইড’ সংস্করণ ব্যবহার করে একবারেই বিশ গিগাবাইট পর্যন্ত ফাইল পাঠানো যায়।

 


আরো সংবাদ



premium cement