২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের হালনাগাদ

-

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের হালনাগাদ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। নতুন হালনাগাদে বেশ ফিচার বাদ দেয়ার তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট জানিয়েছে, কম্পেনিয়ন ডিভাইস ফ্রেমওয়ার্ক, দ্য লিগেসি মাইক্রোসফট এজ ব্রাউজার ও ডাইনামিক ডিস্ক ফিচারের হালনাগাদ আর পাওয়া যাবে না। কম্পেনিয়ন ডিভাইস ফ্রেমওয়ার্ক ফিচারটি শুধু ডেভেলপারদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আইওটি ডিভাইসকে নিরাপত্তা ফিচার উইন্ডোজ হ্যালোর অথেন্টিকেশন ডিভাইস হিসেবে ব্যবহারের জন্য কাজে লাগানো হতো ফিচারটি। ৬দ্য লিগেসি মাইক্রোসফট এজ ব্রাউজারের বিকল্প হিসেবে এসেছে ক্রোমিয়ামভিত্তিক এজ ব্রাউজার। ডাইনামিক ডিস্কের জায়গা নিয়ে নেবে স্টোরেজ সফটওয়্যার। এ সফটওয়্যার যুক্ত হলে ড্রাইভ ক্র্যাশ করলেও ডাটা বাঁচানো যাবে। এছাড়া মাইক্রোসফট থেকে বিদায় নিচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট কর্টানা, উইন্ডোজ টু গো, মোবাইল প্ল্যান ও মেসেজিং অ্যাপস। কর্টানা ফিচারের বিকল্প হিসেবে আসছে আলাদা কর্টানা অ্যাপ। মাইক্রোসফট টিমের সাথে কর্টানাকে সংযুক্ত করতে অ্যাপটি উন্নয়ন করা হয়েছে। ফলে যারা মোবাইল থেকে মাইক্রোসফট টিমস ব্যবহার করেন, তারা সহজেই কর্টানাকে নির্দেশনা দিতে পারবেন।


আরো সংবাদ



premium cement