১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

নতুন আইফোন উন্মোচন কবে?

-

প্রথাগতভাবে প্রতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন ফ্ল্যাগশিপ আইফোন উন্মোচন করে অ্যাপল। করোনাভাইরাস সঙ্কটে পুরো বিশ্বই যখন গোলমেলে পরিস্থিতির মধ্যে রয়েছে তখন পরিবর্তন আসতে পারে অ্যাপলের এই প্রথায়ও। সেপ্টেম্বরের বদলে উন্মোচন প্রায় দুই মাস পিছিয়ে নভেম্বরে নতুন ফ্ল্যাগশিপ আইফোন উন্মোচন করতে পারে অ্যাপল। অনেকের মতে, ডিভাইসটির নাম হতে পারে আইফোন ১২।
বর্তমান করোনা মহামারী পরিস্থিতিই এর কারণ। আইফোনের উৎপাদন ও উন্মুক্ত করার তারিখ দু’টি বিষয়ই কোভিড-১৯ এর কারণে পিছিয়েছে। এ বছর আইফোনের চারটি মডেল বাজারে আসতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। প্রতিটি ডিভাইসে ৫জি নেটওয়ার্ক সমর্থন এবং ছোট নচযুক্ত ওএলইডি প্যানেল থাকবে। তিনটি ভিন্ন স্ক্রিন আকার নিয়ে এবারের আইফোন আসবে। আইফোন হতে পারে ৫.৪ ইঞ্চি, ৬.৭ ও ৬.১ ইঞ্চি মাপের। এতে অ্যাপলের এ১৪ চিপসেট থাকবে। ৫.৪ ইঞ্চি ও ৬.১ ইঞ্চি মাপের মডেল দু’টিতে ৪ জিবি র্যাম থাকবে। ৬.৭ ইঞ্চি মডেলের আইফোনটিতে থাকবে ৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।


আরো সংবাদ



premium cement