২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কল অব ডিউটি : ওয়ারজোন

-

বিশ্বব্যাপী জনপ্রিয় গেইম ‘কল অব ডিউটি : ওয়ারজোন’ অবমুক্ত হয়েছে গত ১০ মার্চ। বিনা মূল্যে সর্বোচ্চ ১৫০ প্লেয়ার একসাথে এই গেইমটিতে অংশ নিতে পারবেন। আগে থেকে যাদের ‘কল অব ডিউটি : মডার্ন ওয়ারফেয়ার (এমডব্লিও)’ এবং অন্যান্য সংস্করণ চালু বা ইনস্টল অবস্থায় আছে, উভয় পক্ষই নতুন এই সংস্করণটি উপভোগ করতে পারবে। কম্পিউটারের পাশাপাশি পিএস৪, এক্সবক্স ওয়ানে এ গেইম চলবে। খুব সহজেই গেইমটি ডাউনলোড করা যাবে। তবে ডাউনলোড ফাইলের সাইজ অনেক বড়।
যারা কল অব ডিউটির ‘মডার্ন ওয়ারফেয়ার’ সংস্করণ ব্যবহার করছেন, তাদের নতুন সংস্করণে হালনাগাদ হতে ১৫-২২ গিগাবাইটের মতো ডেটা খরচ হবে। আর যারা একেবারে নতুনভাবে ডাউনলোড করে ইনস্টল করতে চান, তাদের ৮০-১০০ গিগাবাইট ডেটা দরকার হবে।


আরো সংবাদ



premium cement