২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারতে উৎপাদন বন্ধ করছে স্মার্টফোন জায়ান্টরা

-

নভেল করোনাভাইরাসের মহামারী ঠেকাতে এরই মধ্যে ভারতজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। মানুষ কার্যত গৃহবন্দী। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে ভারতে কারখানার কার্যক্রম সাময়িক গুটিয়ে নিয়েছে স্যামসাং, অপোর মতো কয়েকটি বৈশ্বিক স্মার্টফোন জায়ান্ট। ফলে ভারতের মাটিতে এসব প্রতিষ্ঠানের কারখানাগুলো এখন বন্ধ রয়েছে। আরো কয়েকটি স্মার্টফোন জায়ান্ট ভারতে স্মার্টফোন উৎপাদন বন্ধের চিন্তাভাবনা করছে। উত্তর প্রদেশের নয়ডায় বৈশ্বিক স্মার্টফোন জায়ান্টদের নিজস্ব কারখানা রয়েছে। নভেল করোনাভাইরাসের কারণে এরই মধ্যে নয়ডা কারখানার কার্যক্রম সাময়িক গুটিয়ে নিয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। কর্মকর্তাদের বাড়িতে বসে দাফতরিক কাজ করতে বলেছে কোম্পানিটি। চীনা প্রতিষ্ঠান অপো ও ভিভো ভারতে তাদের কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে। ফলে এসব কারখানায় স্মার্টফোন উৎপাদন হচ্ছে না। মূলত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে লকডাউন শুরুর আগেই কারখানাগুলো বন্ধ করে দিয়েছে স্মার্টফোন জায়ান্টরা।
নভেল করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে লকডাউন চলছে। এ পরিস্থিতিতে নয়ডার স্মার্টফোন কারখানাগুলো কবে উৎপাদনে যাবে, সেটা নিয়ে সংশয় রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো উত্তর প্রদেশ রাজ্য সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
শুরুতে চলতি মাসের শেষ পর্যন্ত কারখানা বন্ধ রাখার কথা ভাবা হয়েছিল। তবে ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর নতুন করে ভাবতে হচ্ছে। আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যায়, সেটা এখনই বলা যাবে না। তাই কারখানাগুলো ফের কবে উৎপাদনে ফিরবে সেটাও অনিশ্চিত।
স্যামসাং, অপো ও ভিভোর মতো পুনে ও চেন্নাইয়ের স্মার্টফোন কারখানা সাময়িক বন্ধের কথা ভাবছে নকিয়া ও এরিকসন। স্যামসাং, ভিভো ও অপো আগে থেকেই কারখানার কার্যক্রম গুটিয়ে এনেছিল। প্রতিষ্ঠান তিনটি যখন এ উদ্যোগ নেয়, তখন কয়েকটি বড় শহর লকডাইন ছিল। এ পরিস্থিতিতে ঘোষণা না দিলেও কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে নকিয়া কিংবা এরিকসনের মতো স্মার্টফোন নির্মাতাদের।


আরো সংবাদ



premium cement