২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেবে ইভ্যালি

-

করোনা মোকাবেলায় এক্সপ্রেস শপ চালু করেছে দেশের ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মানুষজন যেন বাসায় বসেই নিত্যপণ্য সামগ্রী কিনতে পারেন সে জন্য এই শপ চালু করেছে। গত মঙ্গলবার থেকে নতুন শপ থেকে কেনাকাটা করতে পারছেন গ্রাহক। পণ্য অর্ডার করার পর সর্বনিম্ন এক ঘণ্টা থেকে ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ ৩৬ ঘণ্টার মধ্যে নিজেদের বাড়িতেই সরবরাহ পাবেন বলে জানিয়েছে ইভ্যালি।
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ইভ্যালি প্লাটফর্মে ১৮ লাখের ওপরে গ্রাহক এবং ২০ হাজারের মতো বিক্রেতা রয়েছে। বড় এই শ্রেণীকে করোনা মহামারীর সময় সেবা দিতে এই শপ আনা। বিভিন্ন মহল্লায় বা এলাকায় মুদি ব্যবসা পরিচালনা করেন তারা ইভ্যালি এক্সপ্রেস শপে যুক্ত হতে পারেন। গ্রাহক তার অবস্থান থেকে অনলাইনে অর্ডার করলে তার নিকটস্থ ইভ্যালির দোকানগুলোতে অর্ডার পৌঁছে যাবে। পরে সেই দোকান থেকেই গ্রাহকের কাছে পণ্য সরবরাহ করা হবে। পণ্যের দামও ইভ্যালি নির্ধারণ করবে যা বাজার মূল্যের চেয়ে বেশি হবে না। এ ক্ষেত্রে সেলারদের লজিস্টিকস, সফটওয়্যার ও অন্যান্য সবধরনের কারিগরি সহায়তা দেবে ইভ্যালি। একই সাথে সেলারদের উৎসাহিত করতে তাদের মোট অর্ডারের ওপর ৫ শতাংশ বোনাস দেবে ইভ্যালি। রাজধানী ঢাকাসহ পুরো দেশে প্রায় ৫০টি ইভ্যালি এক্সপ্রেস শপ চালু করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।


আরো সংবাদ



premium cement