২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

স্যামসাং গ্যালাক্সি এ০১ স্মার্টফোন

-

দেশের বাজারে সাশ্রয়ী গ্যালাক্সি এ০১ স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। ডুয়াল ক্যামেরাসংবলিত ডিভাইসটির দাম ধরা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি এ০১ স্মার্টফোনে ওয়ান ইউআই ইন্টারফেস ব্যবহৃত হয়েছে। ডিভাইসটির অ্যান্ড্রয়েড ইনস্টলেশন প্যাকেজ, কম জায়গা নেয়া অপারেটিং সিস্টেম ও র্যামের অবিশ্বাস্য কার্যক্ষমতা ব্যবহারকারীর স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করবে। ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। এর স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর মাল্টিটাস্কিং অভিজ্ঞতা বাড়াবে। গ্যালাক্সি এ০১ ডিভাইসটিতে ৫ দশমিক ৭ ইঞ্চির এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এতে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরাসংবলিত ডুয়াল রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটি বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো: মূয়ীদুর রহমান বলেন, আমরা সাশ্রয়ী মূল্যে দেশের গ্রাহকদের উন্নত স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতে চাই। সে লক্ষ্যেই গ্যালাক্সি এ সিরিজের নতুন ডিভাইসটি উন্মোচন করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement