২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারতে উবার-ওলার রাইড সেবা স্থগিত

-

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে শেয়ার্ড রাইড বা পুল সেবা বন্ধের ঘোষণা দিয়েছে অনডিমান্ড রাইডশেয়ারিং কোম্পানি উবার ও ওলা। সেবাগ্রহীতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের সুবিধা দিতে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান দুটি। সম্প্রতি বিশ্বের আরো কয়েকটি দেশে পুল সেবা বন্ধ করেছে উবার ও লিফট।
বিশ্বের বিভিন্ন শহরে সাশ্রয়ে রাইড সেবাদানের জন্য পুল সেবা এনেছিল উবার। পুল ফিচারের আওতায় উবার ড্রাইভাররা তিনজন যাত্রী নিতে পারেন। সেবাটি যাত্রী ও ড্রাইভার উভয়ের জন্য সুবিধাজনক ছিল। গত বছর নভেম্বরে ঢাকায় উবার পুল সেবা চালু করে উবার বাংলাদেশ। কমসংখ্যক গাড়িতে বেশি যাত্রী পরিবহনের সুবিধা দিতে বাংলাদেশে কার্যক্রম শুরুর তৃতীয় বর্ষপূর্তিতে উবার পুল চালু করা হয়।


আরো সংবাদ



premium cement