১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এলসিডি পর্দার নিচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

-

প্রথমবারের মতো ডিভাইসের এলসিডি পর্দার নিচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসিয়েছে স্মার্টফোনে চীনা ব্র্যান্ড রেডমি। স্মার্টফোনের সামনে বাড়ছে পর্দার মাপ আর সরু হচ্ছে বেজেল। ফলে ডিভাইসের সামনে জায়গা হচ্ছে না ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের। ডিভাইসে তাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসাতে উদ্ভাবনী পথ খুঁজছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় রেডমি নোট ৮ প্রোটোটাইপ ডিভাইসে এটির ডেমোও দেখিয়েছেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবস্থাপক লু ওয়েইবিং। তিনি বলেন, এলসিডি পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসানোর মূল সমস্যা হলো ইনফ্রারেড হাইট্রান্সমিটেন্স ফিল্মের ব্যবহার, যার মাধ্যমে আঙুলের ছাপ স্ক্যান করা হয়। এই বাধা পেরিয়েছে রেডমি। এর আগে পর্দার নিচে স্ক্যানার এনেছে বেশ কিছু স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। সেক্ষেত্রে রয়েছে কিছু সীমাবদ্ধতা। এই স্ক্যানারগুলো সাধারণত অপটিক্যাল সেন্সর, যা আঙুলের ছবি তুলে তা মজুদ করা ছবির সাথে মিলিয়ে থাকে। এগুলো ব্যবহার করা যায় শুধু এলইডি পর্দার নিচে। আর এই সেন্সরগুলো আগের মতো দ্রুতগতিরও হয় না এবং অনেক সময়ই আঙুলের ছাপ ঠিকমতো মেলাতেও পারে না। বর্তমানে স্মার্টফোনগুলোর পেছনে বা পাশের দিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ দিকে অ্যাপল এগিয়েছে আরো এক ধাপ। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পুরোপুরি বাদ দিয়ে ফেইস আইডি যোগ করা হয়েছে নতুন আইফোনগুলোতে। এলসিডি প্যানেলের নিচে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসানো যায়, ২০১৯ সালে তার উপায় বের করেছে কিছু চীনা প্রতিষ্ঠান।


আরো সংবাদ



premium cement