১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভারতের বাজারে ফিটবিট ভার্সা ২

-

বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করতে হচ্ছে গুগল অধিকৃত ফিটনেস পরিধেয় ডিভাইস নির্মাতা ফিটবিটকে। চাপের মধ্যেও বাজার আধিপত্য ধরে রাখতে ‘ফিটবিট ভার্সা ২’ নামে একটি নতুন পরিধেয় ডিভাইস উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। তবে ডিভাইসটি বিশ্বের অনেক বাজারের মতো ভারতেও খুব বেশি সাড়া ফেলতে পারেনি। প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর চেয়ে ডিভাইসটির দাম বেশি হওয়ায় গ্রাহক সাড়া পাচ্ছে না বলে মনে করা হচ্ছে। গোলাকৃতির ফিটবিট ভার্সা ২ তে অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। উজ্জ্বল রঙের ডিভাইসটি দেখতে দুর্দান্ত লাগে। ফিটবিট ভার্সা ২-এর সেটিংস সবসময় চালু রাখা যাবে। এ ক্ষেত্রে ডিভাইসটির ব্যাটারিতে বেশ চাপ পড়বে। ভারতে ডিভাইসটির ভিত্তিমূল্য ১৫ হাজার রুপি।


আরো সংবাদ



premium cement