১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

দেশের বাজারে স্যামসাং এস২০ প্লাস এবং এস২০ আলট্রা

-

স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোন সারা বিশ্বে জনপ্রিয়। এ সিরিজের নতুন স্মার্টফোন এস২০ প্লাস এবং এস২০ আলট্রার জন্য আগাম ফরমাশ নিতে শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। এর মধ্যে এস২০ আলট্রার দাম পড়বে ১ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা আর এস২০ প্লাস মডেলটির দাম পড়বে ৯৯ হাজার ৯৯৯ টাকা। আগামী ১৪ মার্চ পর্যন্ত স্যামসাং অফিশিয়াল স্টোর ও তাদের অনলাইনে আগাম ফরমাশ দেয়া যাবে। এ ছাড়া বিভিন্ন ব্যাংক কার্ডে ও এক্সচেঞ্জ অফারে সুবিধা পাওয়া যাবে।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো: মূয়ীদুর রহমান বলেন, মানুষের জীবনযাপনের রূপান্তরে স্যামসাং পরবর্তী প্রজন্মের ডিভাইস বাজারে নিয়ে আসছে। উদ্ভাবনী ক্যামেরার মাধ্যমে আমাদের ক্রেতারা এখন তাদের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ধারণ করতে পারবেন, পাশাপাশি তাদের পছন্দের মানুষের সাথে সব সময় যুক্ত থাকতে পারবেন।
প্রি-অর্ডারের ক্ষেত্রে আগ্রহী ক্রেতারা এক জোড়া গ্যালাক্সি বাডস প্লাস অথবা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন। সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডধারীরা ইএমআইতে গ্যালাক্সি এস২০ আল্ট্রা ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত ৩ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা পাবেন। এর পাশাপাশি ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা পাবেন। এ ছাড়া, স্যামসাং বাংলাদেশ দিচ্ছে এক্সচেঞ্জ অফার। নির্বাচিত মডেলের ডিভাইসগুলোর নিয়মিত এক্সচেঞ্জ মূল্যের সাথে অতিরিক্ত ১০ হাজার টাকা এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে যুক্ত করতে হবে। গ্যালাক্সি এস২০ সিরিজের স্মার্টফোন দু’টি কিনতে আগ্রহী ক্রেতারা স্যামসাংয়ের অফিসিয়াল স্টোরগুলোর পাশাপাশি এই িি.িং২০ঢ়ৎবড়ৎফবৎ.পড়স ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করতে পারবেন।

 


আরো সংবাদ



premium cement