২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

তদন্তের মুখে ফিটবিট ও গারমিন

-

পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে দুই পরিধেয় মনিটরিং ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে নেমেছেন ফেডারেল নিয়ন্ত্রকরা। প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিলিপস পেটেন্ট লঙ্ঘনের অভিযোগটি এনেছে। ফিলিপসের ওই অভিযোগের কারণে তদন্তের মুখে পড়েছে পরিধেয় প্রযুক্তি পণ্য নির্মাতা ফিটবিট ও গারমিন।
ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন (ইউএসআইটিসি) তদন্তের সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছে। গত মাসেই অভিযোগ দায়ের করেছে ফিলিপস। শুধু ফিটবিট ও গারমিন নয়, চীনের দুই পরিধেয় প্রযুক্তিপণ্য নির্মাতাও পড়েছে তদন্তের মুখে। ইউএসআইটিসি এখনো মামলার অভিযোগ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। মূলত ফিলিপসের চার পেটেন্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে মামলাটি। ফিলিপসের ওই চার পেটেন্টে রয়েছে স্মার্টওয়াচের নানাবিধ ফাংশন। এসব ফাংশনের মধ্যে রয়েছে মোশন ট্র্যাকিং, অ্যালার্ম রিপোর্টিং ইত্যাদি।
অভিযোগ প্রসঙ্গে ফিটবিট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। পরিধেয় প্রযুক্তির বাজারে ফিলিপস সফল হতে ব্যর্থ হওয়ায় এসব করছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গারমিন। ফিলিপসের কর্তৃপক্ষ জানিয়েছে, তিন বছর ধরে ফিটবিট ও গারমিনের সাথে অনুমোদন সমঝোতা করার চেষ্টা করেছে ফিলিপস, কিন্তু আলোচনায় আখেরে কাজের কাজ কিছু হয়নি। ফিলিপস প্রত্যাশা করে, ফিলিপস যেভাবে তৃতীয় পক্ষের মেধাস্বত্ব অধিকারকে সম্মান করে, ঠিক সেভাবেই তৃতীয় পক্ষরাও ফিলিপসের মেধাস্বত্ত্ব অধিকারকে সম্মান জানাবে।
পরিধেয় স্বাস্থ্য-নজরদারি বা মনিটরিং ডিভাইসের বাজারে ফিটবিট, গারমিন ও ফিলিপসের পণ্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে।


আরো সংবাদ



premium cement