২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

‘লাইক’ গোনার দিন শেষ!

-

ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় অপশন ‘লাইক’। কোন পোস্ট বা ছবিতে সবচেয়ে বেশি মানুষ প্রতিক্রিয়া জানায় ‘লাইক’ ও সংশ্লিষ্ট কয়েকটি উপায়ে (স্যাড, লাভ ইত্যাদি)। কোন পোস্ট কতটা হিট হলো সেটিও বোঝা যায় লাইক সংখ্যা দেখে; কিন্তু ফেসবুক জানিয়েছে, তারা কোন পোস্ট বা ছবির ‘লাইক’ সংখ্যা গোপন রাখার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

ফেসবুক মনে করছে, ‘লাইক’ সংখ্যা দ্বারা মূলত ছবি, ভিডিও বা পোস্টের মধ্যে একটি অঘোষিত প্রতিযোগিতা কাজ করে। ‘লাইক’ সংখ্যা দেখা না গেলে এই প্রতিযোগিতা বন্ধ হবে। কে বেশি ‘লাইক’ পেল সেটি নিয়ে কেউ চিন্তা না করে পোস্টের বিষয়বস্তুর দিকে নজর দেবে।

ফেসবুকের মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম চলতি বছরের শুরুর দিকে ঘোষণা দিয়েছিল যে, তারা পরীক্ষামূলকভাবে ছয়টির বেশি দেশে পোস্টের ‘লাইক’ সংখ্যা গোপন রাখার কাজ শুরু করেছে। সেখানে শুধুমাত্র পোস্ট দাতারাই নিজ নিজ পোস্টের লাইক সংখ্যা দেখতে পাবেন। বাইরের কেউ সেটি দেখতে পাবেন না।

মঙ্গলবার ফেসবুকের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, আমরা ফেসবুকের লাইক সংখ্যা গোপন করার বিষয়টি নিয়ে ভাবছি।

জনপ্রিয় আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারও পরীক্ষামূলকভাবে কিছু দেশে ‘লাইক’ ও ‘রিটুইট’ সংখ্যা ‘পাবলিক’ না করে ‘অনলি মি’ রাখার পদ্ধতি প্রয়োগ করছে। তবে প্রতিষ্ঠানটি বলছে, তারা দেখতে পেয়েছে এর ফলে পোস্টে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেয়ার হার কমে গেছে।

টুইটারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন কেভন বেকপুর বলেছেন, প্রতিক্রিয়া প্রকাশের চিহ্নটি যখন দেখা না যায়, তখন প্রতিক্রিয়া জানানোর আগ্রহ কমে যায় মানুষদের মধ্যে।


আরো সংবাদ



premium cement
মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

সকল