২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দেশজুড়ে ১২ দিন ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে

- সংগৃহীত

কক্সবাজারে সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২০ এপ্রিল থেকে ১ মে দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০ এপ্রিল থেকে ১ মে সময়কালে সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ ব্রাঞ্চে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে দুটি রিপিটার প্রতিস্থাপনের কাজ চলমান থাকতে পারে। এই সময়কালে ইন্টারনেটের ধীরগতি থাকতে পারে।

সংশ্লিষ্ট বিভিন্ন টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে।

রক্ষণাবেক্ষণের সময়ে ইন্টারনেট গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল।


আরো সংবাদ



premium cement