২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, মাঝারি কুয়াশার পূর্বাভাস

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, মাঝারি কুয়াশার পূর্বাভাস - ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, নওগাঁ, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কমে যেতে পারে।

সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক পরিস্থিতি অনুসারে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুলেটিনে বলা হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার জেলার টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।


আরো সংবাদ



premium cement