১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চার বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ : কিছু বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

চার বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ : কিছু বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা -

ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে এবং রাঙামাটি, চাঁদপুর, মাঈজদীকোর্ট ও সৈয়দপুরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এসব স্থানে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অন্যদিকে অন্য বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে আজ মোংলায় সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস,টাঙ্গাইলে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে বগুড়ায় ১৯ মিলিমিটার, সিলেটে ১০ মিলিমিটার, ঢাকায় ৯ মিলিমিটার, রাজশাহীতে ৫ মিলিমিটার, তাড়াশে ৪ মিলিমিটার, ফরিদপুর ও টাঙ্গাইলে ৩ মিলিমিটার।

এদিকে আরো বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে। এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

রোববার সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল