২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

যমুনা ছাড়া দেশের প্রধান নদ-নদীর পানি সমতল স্থিতিশীল

যমুনা ছাড়া দেশের প্রধান নদ-নদীর পানি সমতল স্থিতিশীল - ছবি : সংগৃহীত

যমুনা ছাড়া দেশের প্রধান নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকবে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যহত থাকতে পারে।
অন্যদিকে, আগামী ৪৮ ঘন্টায় যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যহত থাকতে পারে।

শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৩ টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে।

এর মধ্যে হ্রাস পেয়েছে ৩৫ টি পানি সমতল স্টেশনের। অপরিবর্তিত রয়েছে ৩ টির। বিপদসীমার ওপরে নেই কোন পানি সমতল স্টেশন।

গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে আজ সকাল ৯ টা পর্যন্ত দূর্গাপুর ৯২ মিলি মিটার, ইটাখোলা ৬৩ মিলিমিটার, চাঁপাই নবাবগঞ্জ ৬১ মিলিমিটার, ময়মনসিংহ ৮৫ মিলিমিটার, রাজশাহী ৬১ মিলিমিটার এবং খুলনা ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement