২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৭ ঘণ্টা পর স্বাভাবিক শাহজালাল বিমানবন্দরে

- ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বুধবার সকালে ফের স্বাভাবিক হয়েছে।

বিমানবন্দরের উপ-পরিচালক বেনী মাধব বিশ্বাস জানান, ঘন কুয়াশার কারণ দৃষ্টিসীমা কমে যাওয়ায় বুধবার ভোর রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ রাখা হয়।

ওই সময়ের মধ্যে একটি কার্গো বিমানবসহ তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় নামতে ব্যর্থ হয়ে কলকাতায় অবতরণ করে। তবে এ সময়ে অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট ছিল না।

আজ বিমান চলাচল শুরু হওয়ার পর ইউএন বাংলার এয়ারলাইন্সের একটি ফ্লাইট কুয়ালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

শীতকালে ঘন কুয়াশার কারণে প্রায়শই ঢাকা বিমানবন্দরের বিমানের ওঠা-নামায় বিঘ্ন ঘটে। ইউএনবি।


আরো সংবাদ



premium cement