রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৭
রাজধানীতে পৃথক দুর্ঘটনা নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরার আজমপুর ও বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো: মাসুম (২০) ও মোহাম্মদ নাসির (৪০) নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
অপর দিকে জুরাইন পুলিশ বক্স এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় জোসনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
নিহত মাসুমের চাচা মাসুদ রানা জানান, গতকাল সকাল থেকে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারে পাশে সেক্টর-৩ রোড-৪ একটি নির্মাণাধীন ভবনের ৯ তলায় মাচান বেঁধে অন্যদের সাথে প্লাস্টারের কাজ করছিলেন মাসুম। সকাল ১০টার দিকে হঠাৎ করে মাচান ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন মাসুমসহ তিনজন।
গুরুতর অবস্থায় তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুলকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নিহত মাসুম চাঁপাইনবাবগঞ্জ সদরের বাগমারা এলাকার ইসরাইল হোসেনের ছেলে
অপর দিকে একইভাবে বাড্ডা আফতাবনগর এলাকায় নির্মাণাধীন ভবনের ৮তলায় মাচান বেঁধে কাজ করছিলেন নাসিরসহ অন্যরা। বিকেল আড়াইটার দিকে হঠাৎ করে অসাবধানবশত পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন নাসির। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৩টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত নাসির চাঁপাইনবাবগঞ্জ সদরের চরমোহনপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। বর্তমানে তারা ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
এ দিকে গত বুধবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানাধীন জুরাইন পুলিশ বক্স এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় জোসনা বেগম গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মোহাম্মদ পলাশ জানান, গত রাত দেড়টায় আমার ছেলেকে নিয়ে জুরাইন বাসা থেকে কেরানীগঞ্জ হাসনাবাদ এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা