ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া সেক্রেটারি মাহদী
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন গতকাল শুক্রবার পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১৪৪৬ হিজরি সেশনের জন্য মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়া কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও মুহাম্মাদ মাহদী হাসানকে সেক্রেটারি জেনারেল মনোনীত হন।
কেন্দ্রীয় সভাপতিকে শপথ দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও প্রধান নির্বাচন কমিশনার মাওলানা জালালুদ্দীন আহমদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, যুগ্ম মহাসচিব মাওলনা জালালুদ্দীন আহমদ, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা